মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে সচেতনতামূলক ট্যাবলোর সূচনা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে সচেতন করতে জেলার ১৫ টি ব্লকে সচেতনতামূলক ট্যাবলোর সূচনা করলেন মালদা জেলা প্রশাসন। শনিবার সকালে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে সেই ট্যাবলোর শুভ সূচনা করেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। জেলাশাসক সংবাদমাধ্যমকে বলেন, মালদা জেলায় ১১ হাজার ৫২৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার হয়েছে। তারা যাতে ভোট কেন্দ্রে এসে ভালোভাবে ভোট দিতে পারে সে জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এদিন আমরা জেলার ১৫ টি ব্লকেই একটি করে সচেতনতা ট্যাবলো ছাড়া হল।