শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুনের কিনারা করল উত্তর দিনাজপুর পুলিশ

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫০ এএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ঘটনার ১৫ দিন পর পুলিশ খুনের কিনারা করল উত্তর দিনাজপুর পুলিশ।খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার স্পেশাল অপারেশন গ্রুপ।ধৃতদের সি আই ডি হাতে তুলে দিচ্ছে জেলা পুলিশ।পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও এখন খুনে ব্যবহৃত আগ্নয়াস্ত্রটি উদ্ধার করতে পারে নি পুলিশ।

 

গত ৮ মার্চ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলাগছ গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে নৈশ পুলিশী টহলদারির সময় সাব্বির আলম নামে পুলিশ কনষ্টেবলকে গুলি করে হত্যা করেছিল দুস্কৃতিরা।এই ঘটনায় পুলিশ মহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল।সি আই ডি কে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল।উত্তর দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘটনার আলাদাভাবে তদন্ত শুরু করে।পুলিশ তদন্ত নেমে জানতে পারে চোপড়া ব্লকের দুই যুবক সুভাষ মন্ডল এবং সাধন মন্ডল এই খুনের ঘটনায় যুক্ত।পুলিশ তাদের গ্রেপ্তারে জোরদার অভিযানে নামে।আজ দুইজনকেই পুলিশ গ্রেপ্তার করে।জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন,চোপড়া ব্লকের কলাগছে বেশ কিছু গাড়ি চলাচল করে।তারা ওই এলাকায় ছিনতাই এবং রাহাজানির সংগে যুক্ত। পুলিশের জেরায় তারা স্বীকার করেছে ৩১নম্বর জাতীয় সড়কে পুলিশী টহলদারি বন্ধ করতে তাদের এই পদক্ষেপ।এলাকায় আতঙ্কের বাতাবরন সৃষ্টি করতেই পুলিশ খুনের সিদ্ধান্ত নিয়েছে বলে পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন।আজই তাদের সি আই ডি র হাতে তুলে দেবে উত্তর দিনাজপুর পুলিশ।ধৃতদের হাজির করে পুলিশী হেপাজতে নিয়ে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করবে সি আই ডি।