রাহুল গান্ধীর সভাস্থলে সিসিটিভি ক্যামেরায় নজরদারি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
২০১৯ লোকসভার নির্বাচনী প্রচার সমাবেশে যোগ দিতে মালদায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী সভাস্থলে নিরাপত্তার নজরদারির জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা। আগামী ২৩শে মার্চ মালদার চাঁচলের কলমবাগান ময়দানে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সভাস্থলের নিরাপত্তাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে বুধবার দিল্লি থেকে এস পি জি – র টিম চাঁচলের কলমবাগান মাঠে আসে। এদিন সমাবেশ প্রাঙ্গণ পরিদর্শন সহ নিরাপত্তার বিষয়টিগুলিও খতিয়ে দেখেন এস পি জি -র টিম। ওই টিমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা কথা বলেন দমকলের আধিকারিক ও জেলা পুলিশের কর্তাদের সঙ্গেও ।
পুলিশ ও প্রশাসন সূত্র থেকে জানা গেছে , রাহুল গান্ধীর জেলা সফরে নিরাপত্তার যেন কোন ফাঁক না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে । সভাস্থল ঘিরেও কড়া নজরদারি থাকবে । কন্ট্রোল রুম করা হচ্ছে । বসানো হচ্ছে একাধিক সিসিটিভি ক্যামেরাও ।
উল্লেখ্য, এদিন ওই ময়দানে উত্তর মালদহের কংগ্রেসের প্রার্থী ঈশা খান সহ কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বও উপস্থিত ছিলেন ।
ঈশা খান বলেন , ” সভাস্থলের নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখতে এসপিজি-র টিম আজকে এই মাঠ পরিদর্শন করেছেন । ” তিনি আরোও বলেন , ” মালদার মাটি কংগ্রেসের মাটি , মালদার মাটি বরকত গনি খান সাহেবের মাটি , প্রিয়দার মাটি। জোট হোক , আর না হোক , কংগ্রেস আপন শক্তিতেই মালদায় উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রেই জিতবে । আমাদের নিজেদের শক্তির উপরে ভরসা আছে ।