বেকার শিক্ষিত মহিলাদের স্বয়ম্বর হওয়ার প্রশিক্ষণ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৪ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
গঙ্গাপ্রসাদ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় ছিল ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে বেকার শিক্ষিত মহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের হাতে কিছু আর্থিক অনুদান সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। সোমবার পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডে ৩০ জন শিক্ষিত বেকার মহিলার হাতে শংসাপত্র ও কিছু অনুদান দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এইজ জি এবং এস ই জেলা আধিকারিক রাজেন্দ্র রাজ সনদাস এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাপ্রসাদ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক আনসারুল ইসলাম। এই দিনের এই প্রশিক্ষণের শেষ দিন অনুষ্ঠানে যেসব যুবতী মেয়েরা প্রশিক্ষণ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করতে শিখেছে সে সব জিনিসের উপরে একটি প্রদর্শনী হয়। প্রশিক্ষণপ্রাপ্ত বেকার শিক্ষিত মহিলারা জানায় যে তারা যে ৪০ দিনে এই প্রশিক্ষণ দিয়েছে তাতে তারা বাড়িতে বসে স্বয়ম্বর হতে পারবে এবং কর্তৃপক্ষ থেকে জানা যায় তাদের যে শংসাপত্র দেওয়া হবে সে শংসাপত্র মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের ঋণ দানের ব্যবস্থা করা হবে একমাত্র তাদের স্বনির্ভর করার জন্য।