বৃক্ষরোপণ ও সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে স্কুলের সুবর্ণ জয়ন্তী
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২০ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ধারা মাথায় রেখে বৃক্ষরোপণ ও সেফ ড্রাইভ সেভ লাইফ এর মধ্যে দিয়ে স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণে জোর দেন এবং পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচতে "সেফ ড্রাইভ সেভ লাইফ" প্রকল্প চালু করেন, যার ফলে বহু পথ দুর্ঘটনা যে কমেছে তা হাতেনাতে প্রমাণও মিলেছে।
মাননীয়া মুখ্যমন্ত্রীর সেই চিন্তা ধারা মাথায় নিয়ে, সোমবার দুপুরে, পুরাতন মালদার "মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ের" উদ্যোগে বৃক্ষরোপণ ও সেফ ড্রাইভ সেভ লাইফ-এর উদ্দেশ্যে স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের এক মিছিলের মধ্যে দিয়ে স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সর্বশেষে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।