শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাইক রেলিং এ অতিষ্ঠ জলপাইগুড়ি

পুষ্প প্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার

জলপাইগুড়ি সন্ধে হলেই শহরে চলছে দ্রুত গতিতে এক শ্রেণীর বাইক চালকের দাপট। কোন বাইক চালক মদ্যপ থাকেন আবার অনেক সময় দেখা যায় ভাল রাস্তায় বেশ কয়েক জন বাইক নিয়ে রেস করছেন। তার জেরে দুর্ঘটনায় সম্ভবনা থেকেই যায় বাইক চালক সহ শহরবাসীর ক্ষেত্রে। এই সব বাইট চালকদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সর্তক করার পরেও একই দৃশ্য শহর জুড়ে। এক শ্রেণীর বাইক চালক তিনজনকে চাপিয়ে হেলমেট ছাড়া দাপিয়ে বেড়ায়। শনিবার রাতে কোতয়ালি থানায় সাদা পোষাকের পুলিশ অভিযানে নামে এই সকল বাইক চালকদের ধরতে। নতুন ব্রীজ, করলা নদীর স্পার, রাজবাড়ি পাড়া, ক্লাব রোড, কদমতলা এলাকা সহ বিভিন্ন এলাকায় চলল অভিযান। মোট ১২ জনকে বাইক সহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন,"শহরে দ্রুত গতিতে বাইক চালানোর অভিযোগ আসছিল বেশ কিছু দিন থেকে। অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আইনি প্রক্রিয়া চলছে"।