তিস্তা নদীতে মহিলার মৃতদেহ উদ্ধার
পুষ্প প্রভাত প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার
জলপাইগুড়ি
নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে গৃহবধূর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। জানা যায়, তিস্তা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেলেন এক বধূ। জলপাইগুড়ির শহর লাগোয়া তিস্তা সেতু সংলগ্ন গ্রামের ঘটনা।
শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। রবিবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের মধ্য দিয়ে মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতার নাম চম্পা ব্যাপারী মোহন্ত (১৮)।
পরিবারে সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বাসিন্দা নদীতে স্নান করতে যায় ওই বধূ। ওই বধূর সাথে দুই জন শিশুও ছিল। বধু বিয়ে হয় ছয় মাস আগে। ওই বধূ নদীতে স্রান করতে গেলেও সাতার জানত না। বধুর শ্বশুর বাড়ির দাবি, যেখানে স্রান করতে গিয়েছিল তার কিছুটা দুরেই নদীতে অনেক জল ছিল। কোন কারনের বেশি জলে চলে গিয়েছিল। তার পরে আর উঠে আসতে পারেনি বলে দাবি ওই পরিবারের। নদী থেকে ওই বধূর মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে মৃত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন। জানা গেছে, ভালোবাসা করে ছয় মাস আগে ওই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ব্যাপারী সঙ্গে বিয়ে হয়। মৃতার মা ভারতী মোহন্ত অভিযোগ করে বলেন, "তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে৷ সঠিক তদন্তের দাবিতে পুলিশের দারস্থ হয়েছে পরিবার"।
অন্যদিকে মৃতার কাকা শ্বশুর সদানন্দ ব্যাপারী বলেন," আমাদের পরিবাবের উপর যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। কারন বৌমা সাতার জানত না এই কারনে দুর্ঘটনা জনিত কারনে জলে ডুবে মারা যায় চম্পা। আমরাও চাই ময়নাতদন্তের মধ্য দিয়ে মৃত্যুর সঠিক তথ্য উঠে আসুক। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট উপস্থিতে তদন্ত শুরু করেছে পুলিশ।