গোয়ালপোখরে বোমা ফেটে শিশুর মৃত্যু
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার
উত্তর দিনাজপুর
বাড়িতে মজুত করা বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর গ্রাম পঞ্চায়েতের ঝাড়বাড়ী গ্রামে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই শিশুটির নাম মহম্মদ নওসাদ (৬)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর গ্রাম পঞ্চায়েতের ঝাড়বাড়ী গ্রামের বাসিন্দা সায়েব আলির বাড়িতে বোমা মজুত করা ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে সাহেব ও আনোয়ার এলাকার তৃনমূল আশ্রিত দুষ্কৃতি বলে পরিচিত। সাহেবের বিরুদ্ধে থানা একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এদিন বিকেলে সাহেব আলির ভাই আনোয়ার আলির ছেলে ওই মজুত করা বোমা নিয়ে খেলা করছিল। সেই সময় আচমকায় বোমা ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় নওসাদকে তড়িঘড়ি কিষানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। লোকসভা ভোটের আগে কি কারন ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল তা তদন্ত করছে পুলিশ।