শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলের মালচা উরুষ মেলা জমজমাট

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৭ মার্চ ২০১৯ রোববার

প্রতি বছরের মতো, এবছরেও চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত মতিহারপুর অঞ্চলের গালিমপুর সংলগ্ন মালচা ফুটবল মাঠে ১ লা চৈত্র থেকে শুরু হয়েছে উরুষ মেলা। চলবে তিন দিন ধরে। আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। প্রথম দিন ঝার্নি প্রতিযোগিতা ও শেষের দুদিন খ‍্যাতনামা শিল্পীদের সমন্বয়ে কাওয়ালি অনুষ্ঠান আয়োজিত হবে। শাহ মকদুম বাবা জালালুদ্দিনের চিল্কা শরীফ এর মাজার কে কেন্দ্র করে আয়োজিত হয় এই ঊরুষ মেলার। বিভিন্ন ধর্মের মানুষ মানত পূরণ করতে এই চৈত্র মেলার মাজারে হাজির হয়। বসে বিভিন্ন ধরনের দোকান। দূর-দূরান্ত থেকে বহু ব‍্যবসায়ী মেলায় দোকান নিয়ে বসে। মেলায় জন সমাগম ঘটে প্রচুর। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতে জমজমাট এই উরুষ মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করে এই মাজারে ।