শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওল্ড মালদাতে বেআইনি মদ কারবারিরদের গ্রেপ্তারের দাবি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

 গ্রামে বেআইনি মদের ব্যবসা বন্ধ ও অসাধু কারবারীদের গ্রেফতারের দাবিতে মালদা থানার পুলিশের দ্বারস্থ হল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আমতলা গ্রামের বাসিন্দারা৷ আজ গ্রামবাসীরা একজোট থানায় অভিযোগ দায়ের করতে আসেন৷ 

 এপ্রসঙ্গে এক গ্রামবাসী সুলেখা মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে গ্রামেরই কয়েকজন চোলাই সহ বিভিন্ন ধরনের মদ বেআইনিভাবে বিক্রি করছে৷ এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে৷ গ্রামের ছোটো ছোটো ছেলেরা মদে আসক্ত হয়ে পড়ছে৷ এই ব্যবসা বন্ধ করতে এর আগে মালদা থানায় এর আগে অভিযোগ জানানো হলেও কাজ হয়নি৷ গত সোমবার ফের সেই অভিযোগ থানায় জানানো হয়৷ কিন্তু এবারও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ তাই আজ তাঁরা ফের থানায় এসেছেন৷ তাঁরা গ্রামে মদের ব্যবসা বন্ধের সঙ্গে মদ বিক্রেতাদেরও শাস্তি চান৷ আরেক গ্রামবাসী বলেন গ্রামের বাচ্চারাও এখন মদে আসক্ত হয়ে যাচ্ছে৷ এর আগে একাধিকবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ গত সোমবার তাঁরা এনিয়ে ফের মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজ তাঁরা ফের থানায় এসেছেন৷

 তবে এব্যাপারে এখনও পর্যন্ত মালদা থানার পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি৷