মেটেলি রাষ্ট্রভাষা বিদ্যালয়ে পেশা প্রবেশ নিয়ে আলোচনা
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
শনিবার মেটেলি রাষ্ট্রভাষা বিদ্যালয়ের কর্মশালা হলে করিয়ার কাউন্সিলিঽ করে স্প্যান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ সিঽ, সহকারি প্রধান শিক্ষক রবীন্দ্র প্রসাদ মৌর্য, সিনক্লিযার্স হোটেলের ম্যানেজার,
মালবাজার আইটিআই এর প্রফেসার।
কলকাতার স্প্যানের সম্পাদক প্রবীর বসু বলেন, ডুয়ার্সের দুই শতাধিক ছাত্র ছাত্রীদের বিভিন্ন জীবিকর সুবিধার জন্যে আজকের আয়োজন। তিনি বলেন, হোটেল ম্যানেজমেন্ট বিউটিশিযান নার্সিংস্টাফ কারিগরি শিক্ষা সহ আরো অনেক পেশা নিয়ে আলোচনা করা হয়।
আনুষ্ঠান সঞ্চালনা করেন নারী শক্তির মেনুকা সাহা প্রধান।