সংলাপের জন্য শেখ হাসিনার নৈশভোজের আমন্ত্রণে গণভবন যাবে ঐক্যফ্রন্ট
অনলাইন ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:২৯ এএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
ছবিঃ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ও ঐক্যফ্রন্ট নেতা ডঃ কামাল হোসেন
আসন্ন নির্বাচনকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে সাত দফা ও ১১ লক্ষ্য নিয়ে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ প্রস্তাবের প্রেক্ষিতে আলোচনার জন্য ডঃ কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যের নেতাদের গণভবনে এক নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে দলটির নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণের চিঠিটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ গতকাল মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে তার হাতে পৌঁছে দেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত ঐক্যফ্রন্টের বৈঠকে এ তথ্য দেওয়া হয়।
চিঠি হস্তান্তরের পর গোলাপ সাংবাদিকদের বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে দিয়েছি। কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনাদেরকে আমন্ত্রণ করেছেন।’
জানা যায় যে, বৃহস্পতিবারের আলোচনা সভায় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ জন উপস্থিত থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে থাকবেন-বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জোটের পক্ষ থেকে চিঠি নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।
আজ মঙ্গলবার সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে দাওয়াত দিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত রোববার সন্ধ্যায় সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। ওই চিঠির সঙ্গে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সংযুক্ত করা হয়।
জোটের পক্ষ থেকে চিঠি নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।