রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

  অর্থের অভাবে ৬ বছরের ছাত্রীর চিকিৎসার অভাব পূরণ করতে শিশুকে বাড়ি নিয়ে তুলে মালদা মেডিকেলে নিয়ে এলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা৷ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল শিশুটির চিকিৎসার করানোর পরে পুলিশের গাড়িতেই তাদের বাড়ি পৌঁছে দেন৷ অসুস্থ ওই শিশুর নাম রূপলাল চড়ে ৷ বাবা পলটন চড়ে কৃষি কাজ করেন৷ মা গোলাপী টুডু গৃহবধূ৷ বাড়ি পুরাতন মালদা থানার যাত্রাডাঙা এলাকায়৷ স্থানীয় থুকড়াবাড়ি প্রাইমারি অলচিকি স্কুলের ছাত্র রূপলাল৷ গত ২৭ ফেব্রুয়ারি স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বাম চোখে আঘাত লাগে রূপলালের৷ বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলেও কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ রূপলালের পরিবারের৷ অভাবের সংসারে ছেলের চোখের চিকিৎসা করাতে পারেননি পলটনবাবু৷ অভাবের জন্য ছেলের চিকিৎসা করাতে পারছেন না একথা জানতে পারেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা৷ গতকাল রাতেই তিনি যাত্রাডাঙা এলাকায় পলটনবাবুর বাড়িতে যান৷ পলটনবাবুর সঙ্গে কথা বলেন৷ এদিন সকালে তাঁরা রূপলালকে নিয়ে হাসপাতালে নিয়ে আসেন৷ পুলিশকর্মীরা রূপলালেল চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেন৷