ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতে উদ্ধার কার্তুজ আগ্নেয়াস্ত্র, ধৃত ১
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
মালদা
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিপুল পরিমাণ ২১৩ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। মালদা কালিয়াচক সীমান্তে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকার কামাত গ্রামে অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন কালিয়াচক থানার আইসি আশিস দাস। এক অস্ত্রকারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই অস্ত্র কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সিকিম শেখ। কামাত গ্রামের বাসিন্দা এই সিকিম সেখ মূলত কার্টুজ বিক্রির ব্যবসা করে। তার সঙ্গে কালিয়াচকের মজমপুরের অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো সে বিষয়ে বিস্তারিত জানতে ধৃতকে দফায় দফায় জেরা করছে মালদা কালিয়াচক থানার পুলিশ। ধৃত অস্ত্র কারবারিকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে।