বিএসএফের উদ্দোগে খেলাধুলার সামগ্রী প্রদান
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেরা
মকরহাট এলাকার ছেলেমেয়েদের খেলা ধুলার উন্নয়নে শ্বার্থে ১৬৭নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী এলাকার ৫টি ক্লাব,৩টি উচ্চ বিদ্যালয় ও অঙ্গনওয়ারী কেন্দ্রের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলা ধুলার সামগ্রী প্রদান করে।ভারত-বাংলাদেশ সীমান্তের মকরহাট ১৬৭নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্প অফিসে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার সামগ্রী গুলি বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ের কর্মকর্তাদের হাতে এই সব খেলাধুলার সামগ্রী তুলে দেন ১৬৭ নম্বর বিএস এফ ব্যাটেলিয়ানের দ্বিতীয় কম্যান্ড আধিকারিক ও কার্য বাহক আধিকারিক অরুন কুমার। তিনি বলেন সীমান্ত এলাকায় সাধারণ মানুষেরা অত্যন্ত দরিদ্র।তাই দরিদ্র ঘরের ক্লাবের ও বিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে খেলাধুলার সামগ্রীর অভাবে খেলা ধুলায় কোন ভাবে পিছিয়ে না থাকে তার জন্য সব রকম সাহায্য তাদের দেওয়া হলো।এদিন
মালন যুবসঙ্ঘ,দড়িমানপুর বিপ্লব সংঘ,বীরনগর ভগতসিংহ ক্লাব,দড়িমানপুরের সূর্য সেন স্মৃতি সংঘ, চইনগরের কল্যাণ যুব ক্লাবকে ভলিবল, ফুটবল,জার্সি, ব্যাডমিন্টনের নেট,রাকেট প্রদান করা হয় ।সীমান্ত এলাকায় তিনটি বিদ্যালয় যথাক্রমে দড়ি মান পুর উচ্চ বিদ্যালয়,মালন জুনিয়ার হাই স্কুল ও বীর নগর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্যও ভলিবল,ফুটবল,ব্যাড মিণ্টন দেওয়া হহ ।এছাড়াও সীমান্তের অঙ্গনওয়ারী কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বেশ কয়েকটি করে স্টিলের দোলনা তুলে দেওয়া হয়।খেলার সামগ্রী প্রদান অনুষ্ঠসনে বিএসএফ আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যাম কুমার,আশীষ রঞ্জন ও ইন্টেলিজেন্ট শাখার পরিদর্শক সঞ্জয় কুমার।অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত মকরহাট এলাকার কয়েক হাজার বাসিন্দা এই অনুষ্ঠানে উপস্থিত হন। গ্রামবাসীরা এবং ক্লাব কমিটির সদ্যসরা বিএসএফ জওয়ানদের এই ধরনের সমাজসেবা মূলক কাজের জন্য প্রত্যেকেই বিএসএফ আধিকারিকদের অভিনন্দন জানায়।