শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে ভুট্টা চাষের পর্যবেক্ষণ

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

সোমবার চাঁচল-২ ব্লকের অন্তর্গত অনুপনগরের পার্শ্ববর্তী মাঠে ভুট্টার চাষ পরীক্ষা করলেন উত্তরবঙ্গীয় কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর তপময় ধর |

তিনি চাষিদের বলেন, দানার জন্য ভুট্টা সংগ্রহেরক্ষেত্রে মোচা চক্‌চক্‌ খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে হলে সংগ্রহেরউপযুক্ত হয়। 

এ অবস্থায় মোচা থেকে ছড়ানো বীজের গোড়ায় কালো দাগ দেখা যাবে। ভুট্টাগাছের মোচা ৭৫-৮০% পরিপক্ক হলে ভুট্টা সংগ্রহ করা যাবে। বীজ হিসেবে মোচার মাঝামাঝি অংশ থেকে বড় ও পুষ্ট দানা সংগ্রহ করতে হবে সকল চাষীদের।

এছারাও  সেখানকার কৃষকদের নিয়ে জমি পরিদর্শনে ভুট্টা ক্ষেতে উপস্থিত ছিলেন
 মালদা জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায় দফতরের কর্মাধ্যক্ষ  রফিকুল হোসেন সাহেব
এবং  ব্লক দপ্তরের অধিকারিকগণ|

কর্মাধ্যক্ষ সাহেব বলেন,ভুট্টা চাষে খরচ কম, পরিচার্চাও তেমন লাগে না, কিন্তু লাভ প্রায় তিনগুণ। এজন্য ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি জমিতে আমরা এসেছি।

এবছর ভুট্টা চাষে কৃষকেরা ভালো আর্থিক সুফল হবে বলে আশা রাখছেন কর্মাধ্যক্ষ সাহেবI

চাঁচল-২ ব্লকের অন্তর্গত অনুপনগরের পার্শ্ববর্তী মাঠে ভুট্টার চাষ পরীক্ষা করলেন উত্তরবঙ্গীয় কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর তপময় ধর |

তিনি চাষিদের বলেন, দানার জন্য ভুট্টা সংগ্রহেরক্ষেত্রে মোচা চক্‌চক্‌ খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে হলেে সংগ্রহেরউপযুক্ত হয়। 
এ অবস্থায় মোচা থেকে ছড়ানো বীজের গোড়ায় কালো দাগ দেখা যাবে। ভুট্টাগাছের মোচা ৭৫-৮০% পরিপক্ক হলে ভুট্টা সংগ্রহ করা যাবে। বীজ হিসেবে মোচার মাঝামাঝি অংশ থেকে বড় ও পুষ্ট দানা সংগ্রহ করতে হবে সকল চাষীদের।

এছারাও  সেখানকার কৃষকদের নিয়ে জমি পরিদর্শনে ভুট্টা ক্ষেতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায় দফতরের কর্মাধ্যক্ষ  রফিকুল হোসেন সাহেব|
এছাড়া ছিলেন অন্যান্য ব্লক দপ্তরের অধিকারিকগণ|