হোয়াইট ওয়াশের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাওয়া বাংলাদেশ দলের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করছে সফরকারী দল ।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দল প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলের অভিজ্ঞ খেলোয়াড় উইলিমাসের অনবদ্য দেঞ্চুরিতে ৪৮ ওভার শেষে ৪ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করেছে। শুরুতে সাইফুদ্দিন ও রণই তালুকদারের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনঠাসা সফরকারী দলকে দারুণ ভাবে খেলায় ফেরান অভিজ্ঞ উইলিমস ও ব্র্যান্ডন টেইলর। ৭৫ রানে টেইলর আউট হলেও ১৪২ বলে ১২৯ রান করে এখনো ক্রিজে আছেন উইলিমস।
সিরিজের শেষ ম্যাচে দলের মুস্তাফিজ, মিরাজদের বিশ্রাম দিতে আরিফুল, রনি সহ একাধিক নতুন খেলোয়াড়কে সুযোগ করে দেয় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।
চলতি সিরিজে একতরফা ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা।