মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঐক্যফ্রন্ট নেতা রবের বাসা থেকে গ্রেফতার ব্যারিস্টার মইনুল

এস এম সাব্বির খান, জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:১৬ এএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বর্তমান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে সোমবার রাতে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের যুগ্মকমিশনার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে  রংপুরে দায়ের করা একটি মানহানি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আ স ম আবদুর রবের ব্যক্তিগত সহকারী সাইফুলের ভাষ্য মতে জানা যায় যে, ব্যারিস্টার মইনুল হোসেন ভেতরে আছেন এমন খবর নিশ্চিত হয়েই রাত সাড়ে আটটার দিক থেকে উত্তরায় আ স ম আবদুর রবের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসাটি ঘিরে ইবিস্থান নেয় পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশো ‘একাত্তরের জার্নাল’ এ করা এক প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন, আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নারী সাংবাদিক ও সম্পাদকরা বিবৃতি দিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনকে ক্ষমা চাইতে বলেন।  তিনি এরপর দুঃখপ্রকাশ করে লিখিত ক্ষমা চাইলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। রবিবার তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের হয় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে। মাসুদা ভাট্টির নিজে ও জামালপুরে দায়েরকৃত দুইটি মামলায় উচ্চতর আদালতে অগ্রিম জামিন গ্রহণ করলেও রংপুরে দায়ের করা অপর মামলায় গ্রেফতার হন সমালোচিত এই ঐক্যফ্রন্ট নেতা।

এদিকে সাংবাদিক মাসুদা ভাট্টিকে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় প্রধানমন্ত্রী, নিজ দল ঐক্যফ্রন্টের একাধিক নেতা, সাংবাদিক ও সম্পাদক মণ্ডলী সহ দেশের সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেন।