সোহেলের সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সীমা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৬:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
দু’পক্ষের সম্মতিতেই বিচ্ছেদ
কলকাতা | ২৪ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত ছিল পারস্পরিক সম্মতির ফল—এ কথা স্পষ্ট জানালেন (Seema Sajdeh)। (Sohail Khan)-এর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলে তিনি জানান, প্রতিদিনের ঝগড়া ও অশান্তির থেকে আলাদা হয়ে থাকা অনেক বেশি স্বাস্থ্যকর সিদ্ধান্ত ছিল তাঁদের জন্য।
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘The Fabulous Lives of Bollywood Wives’-এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ (Seema Sajdeh)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব অল্প বয়সে—মাত্র ২২ বছরে—(Sohail Khan)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। সময়ের সঙ্গে সঙ্গে দু’জনের ভাবনাচিন্তা ও জীবনদর্শনে বড় পার্থক্য তৈরি হয়।
(Seema Sajdeh)-এর কথায়, “আমরা বুঝতে পারি, স্বামী-স্ত্রীর চেয়ে বন্ধু হিসেবে আমরা বেশি ভালো। প্রতিদিন ঝগড়া করে বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।” তিনি আরও জানান, বিচ্ছেদের পরেও তাঁরা পরিবার হিসেবেই যুক্ত রয়েছেন, কারণ তাঁদের সন্তানের বাবা (Sohail Khan), এবং সেই পরিচয় কোনও দিন বদলাবে না।
বিচ্ছেদের সিদ্ধান্ত সহজ ছিল না বলেও স্বীকার করেন (Seema Sajdeh)। মানসিক অবসাদে ভুগতে হয়েছিল তাঁকে। তাঁর সন্তানদের মানসিক দিকের কথা ভেবেই দীর্ঘ সময় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
বর্তমানে (Seema Sajdeh) তাঁর ছোটবেলার প্রেমিক (Vikram Ahuja)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন। অতীত ভুলে নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেই জানিয়েছেন তিনি।
