রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ক্যাপ্টেন সূর্যর সাহসী হাফ-সেঞ্চুরি।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ২৩ বলে হাফ-সেঞ্চুরি শুধু একটি ইনিংস নয়, এটি ক্যাপ্টেন হিসেবে তার আত্মবিশ্বাসের এক শক্তিশালী প্রত্যাবর্তন। এমন চাপের সময়, যখন দলের ওপর দায়িত্ব, প্রত্যাশা এবং প্রতিপক্ষের চাপ সবই একসাথে এসে পড়ে, তখন দ্রুতগতিতে এই ধরনের অর্ধশতক তৈরি করা মানে কেবল ব্যাটিং দক্ষতা নয়—এটা মানসিক শক্তির প্রতীক। ২৩ বলে ৫০—এটা যে কোনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। বোলাররা তখন আক্রমণ চালাতে পারে না, কারণ প্রতি বলেই স্কোরিং সম্ভাবনা থাকে। এই ইনিংসের মাধ্যমে সূর্যকুমার শুধু রান করেননি, তিনি দলের মনোবলও তুলে ধরেছেন।

ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব আরও বেশি। কেবল নিজে খেলাই নয়, দলকে নেতৃত্ব দেওয়া, পরিস্থিতি বোঝা, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া—সবকিছুই করতে হয়। এই ইনিংস দেখায় তিনি শুধু একজন পারফর্মার নন, বরং একজন নেতৃত্বশক্তিশালী ক্রিকেটার। এমন ইনিংসের মাধ্যমে দলের বাকি ক্রিকেটাররাও অনুপ্রেরণা পায়, তারা বুঝতে পারে যে চাপের মুহূর্তে বড় কেউই ছোট হতে পারে না।

ফলে এই হাফ-সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দলের জন্য একটি বড় আশার সঞ্চার। সূর্যকুমারের এই রকম খেলায় ভারতের ক্রিকেট ভক্তরা আবার একবার “ক্যাপ্টেন” শব্দটা নিয়ে গর্ব করতে পারে। ২৩ বলে হাফ-সেঞ্চুরি—এটা আসলে একটা পুনর্জাগরণ, আবার খেলার রাজা ফিরে এসেছে বলেই।