রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সমবায় ব্যাঙ্কে কোটি টাকা তছরূপ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

মালদার রতুয়া–১ নম্বর ব্লকের বিলাইমারি এলাকায় সমবায় ব্যাঙ্কে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার ও ক্যাশিয়ার মিলেই গ্রাহকদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা আত্মসাৎ করে গত কয়েক মাস ধরে পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলাইমারি অঞ্চলে অবস্থিত সাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামের ওই ব্যাঙ্কের ম্যানেজার অমিত কুমার মন্ডল এবং ক্যাশিয়ার প্রণব কুমার মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অমিত কুমার মন্ডল তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মন্ডলের ছেলে এবং প্রণব কুমার মন্ডল প্রধানের ভাইপো বলে জানা গিয়েছে।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হচ্ছে না। বর্তমানে ব্যাঙ্কে তালা ঝুলছে এবং ম্যানেজার ও ক্যাশিয়ার—দু’জনেই সাত মাসেরও বেশি সময় ধরে পলাতক। বহু দরিদ্র মানুষ তাঁদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার আশায় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও এখনও কোনও সুরাহা পাননি বলে দাবি।

গ্রাহকদের হিসেব অনুযায়ী, প্রায় চার কোটি টাকা তছরূপ হয়েছে। বিষয়টি কার্যত স্বীকার করেছেন পলাতক ব্যাঙ্ক ম্যানেজার অমিত কুমার মন্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মন্ডল। যদিও তিনি এই ঘটনার দায় ব্যাঙ্কের ক্যাশিয়ার প্রণব কুমার মন্ডলের উপর চাপিয়েছেন।

এ বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জি বলেন, “প্রায় পাঁচ হাজার মানুষ এই ঘটনায় প্রতারিত হয়েছেন। আমি চাই, প্রশাসন দ্রুত পদক্ষেপ করে যাতে প্রতারিতরা তাঁদের টাকা ফেরত পান।”

ঘটনা ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের ভূমিকার দিকেই এখন তাকিয়ে ভুক্তভোগী গ্রাহকরা।