চণ্ডীতলায় মাটি খুঁড়ে ভোটার কার্ড।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
হুগলির চণ্ডীতলা পঞ্চায়েত অফিসের কাছাকাছি এলাকায় মাটি খোঁড়ার সময় একাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কার্ডগুলি মাটির তলায় চাপা ছিল। বিষয়টি সামনে আসতেই খবর দেওয়া হয় প্রশাসন ও নির্বাচন দফতরে। ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকরা কার্ডগুলি সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। কীভাবে ও কেন সরকারি গুরুত্বপূর্ণ নথি মাটির নিচে এল, এর সঙ্গে কোনও ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
