রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অটোচালকের চিকিৎসার দায়িত্ব নিলেন অক্ষয় কুমার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

খিলাড়ির মানবিকতরা নিদর্শন এর আগেও দেখেছে অনুরাগীমহল। অক্ষয়ের কোটি কোটি টাকার দান-খয়রাতির তালিকায় এবার অটোচালকের জন্য এহেন উদ্যোগও যোগ হল।

১৯ জানুয়ারি বিমানবন্দর থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অক্ষয় কুমারের গাড়ি। ঘটনাস্থল থেকে ভাইরাল হওয়া ছবি-ভিডিওতে দেখা যায়, খিলাড়ির নিরাপত্তাবলয়ের একটি গাড়ি উলটে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় সামনে থাকা অটোটি দুমড়ে-মুচড়ে উলটে যায়! শুধু তাই নয়, বড় গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ওই অটোচালককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এবার খবর, আহত ওই ব্যক্তির চিকিৎসার বিল মেটানোর জন্য এগিয়ে এসেছেন খিলাড়ি।

মুম্বই পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। জানা গিয়েছে, অক্ষয়ের নিরাপত্তাবলয়ের একটি গাড়ি পিছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা মারলে সেটি উলটে গিয়ে সামনের গাড়িতে গিয়ে ধাক্কা মারে এবং ভেঙেচুরে তার কিছুটা অংশ ওই গাড়ির নিচে ঢুকে যায়। যার জেরে গুরুতর আহন হন ওই অটোচালক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যায়, দুর্ঘটনার পরই খিলাড়ির কাছে ক্ষতিপূরণ দাবি করেছিলেন ওই অটোচালকের ভাই। তিনি