রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রহস্যময় বার্তা গৌতম গম্ভীরের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভারতীয় দল জয়ে ফিরতেই সমালোচকদের জবাব দিলেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর বুধবার রাত ১১টা ৪৬ মিনিটে এক্স হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি।

গম্ভীর লেখেন, ‘‘ধুলো ঝাড়া হয়ে গেলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। অনেকে ভাবেন কোচের অসীম ক্ষমতা রয়েছে—কিন্তু বাস্তবটা কতটা আলাদা, তা সময়ই বলবে।’’

এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ক্রিকেট মহলের একাংশের মতে, জাতীয় নির্বাচক কমিটির ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন গম্ভীর। আবার অনেকের ধারণা, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে চলা বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

সব মিলিয়ে, জয়ের রাতে গম্ভীরের পোস্ট নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলেছে।