আলিবাগে আরও জমি কিনলেন বিরাট–অনুষ্কা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৬:১১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার
আলিবাগে আরও জমি কিনলেন বিরাট–অনুষ্কা, ৫ন্ত একরে বিনিয়োগ প্রায় ৪০ কোটি
পুষ্প প্রভাত ডেক্স
কলকাতা, ১৮ জানুয়ারি ২০২৬
মাঠে ব্যাট হাতে যেমন ধারাবাহিক সাফল্য, তেমনই মাঠের বাইরেও বড় বিনিয়োগে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের আলিবাগে আরও এক দফা বিপুল পরিমাণ জমি কিনলেন তারকা দম্পতি। সূত্রের খবর, সম্প্রতি তাঁরা সেখানে ৫ একর জমিতে বিনিয়োগ করেছেন, যার মোট মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
রায়গড় জেলার আওয়াস সমুদ্রসৈকতের কাছে জিরা গ্রামে অবস্থিত এই জমির মূল দাম ৩৭.৮৬ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি মিলিয়ে মোট খরচ পৌঁছেছে প্রায় ৪০ কোটিতে। গত ১৩ জানুয়ারি জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
এটাই প্রথম নয়। চার বছর আগেও আলিবাগে প্রায় ১৯ কোটি টাকা খরচ করে ৮ একর জমি কিনেছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে বর্তমানে তাঁদের একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যেখানে সুইমিং পুল, বাগান, স্টাফ কোয়ার্টার-সহ আধুনিক সব সুবিধাই রয়েছে।
নতুন কেনা দুটি প্লট মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় ২১ হাজার বর্গমিটার। প্রথম প্লটের আয়তন প্রায় ১৪,৭৪০ বর্গমিটার এবং দ্বিতীয়টির আয়তন প্রায় ৬,২৭০ বর্গমিটার।
এই জমিতে ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতি। তবে অনুরাগীদের একাংশের অনুমান, সেখানে আরও একটি বিলাসবহুল আবাসন বা বিশেষ প্রকল্প গড়ে উঠতে পারে।
সমুদ্রঘেঁষা আলিবাগ দীর্ঘদিন ধরেই সেলিব্রিটিদের পছন্দের বিনিয়োগস্থল। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মুম্বই সংলগ্ন এই এলাকাতেই ইতিমধ্যেই সম্পত্তি রয়েছে শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, অমিতাভ বচ্চনের মতো বহু তারকার।
এদিকে ক্রিকেট মাঠেও ছন্দে বিরাট কোহলি। ধারাবাহিক রানের সুবাদে দীর্ঘ ৫৭ মাস পর ফের ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের আসন দখল করেছেন তিনি।
