কর্নাটকে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৫:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার
কর্নাটকে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু
মালদা (Malda), ১৮ জানুয়ারি ২০২৬
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম শেখ রিকাবাদ (৬০)। তিনি মালদা জেলার ইংলিশবাজার ব্লকের নিয়ামতপুর এলাকার নতুন তোলা ভগবানপুর গ্রামের বাসিন্দ
পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে কর্নাটকে টাওয়ারের কাজে গিয়েছিলেন শেখ রিকাবাদ। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুঃসংবাদ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাজুড়ে। দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে পরিবার চালাতেন শেখ রিকাবাদ। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, সরকারি ক্ষতিপূরণ-সহ যাবতীয় প্রশাসনিক সহায়তা পেতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
