সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কঙ্গনা-রহমান বিতর্ক আলোচনায়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:৪৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

কঙ্গনা-রহমান বিতর্ক আলোচনায়

পুষ্প প্রভাত ডেক্স | কলকাতা | ১৭ জানুয়ারি ২০২৬

বলিউডে কঙ্গনা রনৌত ও এ আর রহমানের সাম্প্রতিক ঘটনার কারণে আলোচনার সৃষ্টি হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, তিনি তাঁর পরিচালিত নতুন ছবি ‘ইমার্জেন্সি’-র চিত্রনাট্য রহমানকে শোনাতে চেয়েছিলেন, কিন্তু সঙ্গী সুরকারের সঙ্গে দেখা হয়নি। এ বিষয়ে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বলেছেন, “আপনি পক্ষপাতদুষ্ট নন, তবে কিছু পার্থক্য চোখে পড়ে।”

এ আর রহমান একসময় কাজের সুযোগ কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, গত কয়েক বছরে বলিউডের ভিতরে ক্ষমতাবদলের কারণে কিছু সৃজনশীল সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। রহমানের বক্তব্যে নাম না করে রাজনৈতিক ও সামাজিক দিকেও ইঙ্গিত ছিল।

কঙ্গনার হালকা সমালোচনার পাশাপাশি অনেক শিল্পীও মত প্রকাশ করেছেন। জাভেদ আখতার ও সঙ্গীত শিল্পী শান এই বিতর্কের বিভিন্ন দিক নিয়ে মত দিয়েছেন। বলিউডে এই ধরনের ছোট ঘটনার আলোচনায় অনেকেই অংশ নিয়েছেন, তবে সবকিছুই শান্তভাবে, হালকা মেজাজে আলোচনা হয়েছেএই ঘটনা দেখাচ্ছে, বলিউডের শিল্পীদের মধ্যে কখনও কখনও ছোট ছোট মতবিরোধও সমাজমাধ্যমে দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে।