সলমনের ভ্যানিটিতে কান্না কর্ণের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার
সলমনের ভ্যানিটিতে কান্না কর্ণের
পুষ্প প্রভাত ডেক্স
কলকাতা, ১৮ জানুয়ারি
বলিউডের অন্দরের এক পুরনো ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে আনলেন পরিচালক কর্ণ জোহর। তাঁর প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শুটিং চলাকালীন সলমন খানের সঙ্গে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাঁকে। জনপ্রিয় গান ‘সাজন জি ঘর আয়’-এর শুটিংয়ে পোশাক নিয়ে মতবিরোধ শুরু হয়। বিনা পারিশ্রমিকে কাজ করায় টি-শার্ট ও জিন্স পরে শুটিং করতে অনড় ছিলেন সলমন। কিন্তু ছবির ভাবনার সঙ্গে তা মানানসই নয় বলে সিদ্ধান্তে অটল ছিলেন কর্ণ।
শেষ পর্যন্ত সলমনের ভ্যানিটি ভ্যানে গিয়ে বহুক্ষণ বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিচালক। পরিস্থিতির চাপে আবেগে ভেঙে পড়ে কেঁদে ফেলেন কর্ণ। পরিচালকের কান্না দেখেই শেষমেশ মত বদলান সলমন। পরিকল্পনা অনুযায়ী স্যুট-প্যান্ট পরে শুটিং সম্পন্ন হয়। সেই গান আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
