সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

Manikchak বাবার তিন বছর পর ছেলের মর্মান্তিক মৃত্যু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০২:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

বাবার তিন বছর পর ছেলের মর্মান্তিক মৃত্যু, ভেঙে পড়ল মিল্কীর পরিবার

কলকাতা: বাবার মৃত্যুর তিন বছর পর ছেলের অকালপ্রয়াণে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল মালদার মিল্কী অঞ্চলের গোপিটোলা এলাকার এক দরিদ্র পরিবার। তিন বছর আগে পরিবারের একমাত্র উপার্জনকারী বাবাকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। এরপর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে অসহায় মায়ের কাঁধে।

জীবিকার স্থায়ী কোনও পথ না থাকায় ভিক্ষা করেই তিনি তিন কন্যাকে বড় করেন এবং বহু কষ্টে তাঁদের বিয়ে দেন। অভাব-অনটনের মধ্যেও পরিবারের একমাত্র ভরসা ছিল ১৭ বছরের ছেলে আসলাম। সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সে।

বিদ্যুতের বিল পরিশোধ করতে না পারায় বাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি ঋণের চাপ বাড়তে থাকায় উপায় না পেয়ে আসলাম ভিন রাজ্যে টাওয়ারের ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেয়। সেখান থেকে ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। একটি ভয়াবহ এক্সিডেন্টে প্রাণ হারায় কিশোর আসলাম।

বাবার পর ছেলের মৃত্যুতেও পরিবারটি কার্যত দিশাহারা। যে মা একসময় ভিক্ষা করে সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, আজ তিনি বাকরুদ্ধ ও শোকাহত। গোটা পরিবার শোকের অন্ধকারে তলিয়ে গেছে।

এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। খবর পাওয়া মাত্রই তিনি পরিবারের বাড়িতে পৌঁছে সমবেদনা জানান। তিনি জানান, ভবিষ্যতে পরিবারের যে কোনও আর্থিক ও সামাজিক প্রয়োজনে তিনি পাশে থাকবেন।

মানবিক সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস এই দুঃসময়ে পরিবারটির কাছে কিছুটা হলেও আশার আলো হয়ে উঠেছে।