১৯৫৭-এর ছকে শ্রম আইন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
নতুন শ্রম আইন প্রণয়নের ক্ষেত্রে ১৯৫৭ সালের জীবনযাত্রাকে মানদণ্ড ধরা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন বলে মত প্রকাশ করা হয়েছে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয়তে। সেখানে বলা হয়েছে, সাত দশকে দেশের অর্থনীতি, বাজারব্যবস্থা, কর্মসংস্থান ও শ্রমিক পরিবারের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও পরিবহণ খাতে ব্যয় বহুগুণ বেড়েছে, যা ১৯৫৭ সালের হিসাবের সঙ্গে তুলনীয় নয়। সেই সময়ের সামাজিক ও আর্থিক কাঠামো ধরে বর্তমান মজুরি বা ন্যূনতম জীবনযাপনের মান নির্ধারণ করলে শ্রমিকদের প্রকৃত প্রয়োজন উপেক্ষিত হবে। ফলে আধুনিক বাস্তবতাকে সামনে রেখে শ্রম আইন সংস্কার না হলে তা শ্রমিক স্বার্থ রক্ষায় ব্যর্থ হবে বলেই
