উসকোখুসকো চুল নিয়ন্ত্রণে আনুন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:১৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
রুক্ষ, এলোমেলো ও উসকোখুসকো চুল সাজ নষ্ট করে দেয়। চুলের বাইরের কিউটিকল আবরণ ক্ষতিগ্রস্ত হলে চুল ফুলে ওঠে, জট পড়ে এবং নিয়ন্ত্রণে থাকে না। অতিরিক্ত গরম জল, ভুল শ্যাম্পু, বারবার ড্রায়ার ব্যবহার, স্ট্রেটনার, ভেজা চুলে চিরুনি চালানো, জোরে তোয়ালে মোছা—all এগুলো চুলকে রুক্ষ করে। চুলের যত্নে কিছু নিয়ম মেনে চলা জরুরি। শ্যাম্পুর আগে সামান্য নারকেল বা আমন্ড তেল লাগিয়ে আধ ঘণ্টা রাখুন, বড় ডাঁটির চিরুনি দিয়ে নীচ থেকে উপরে আঁচড়ান। শ্যাম্পুর জন্য সালফেট-মুক্ত পণ্য বেছে নিন, হালকা উষ্ণ বা স্বাভাবিক জল ব্যবহার করুন, কন্ডিশনারে আগার দিকে বেশি নজর দিন। ভেজা চুল তোয়ালে দিয়ে ঘষবেন না, মাইক্রোফাইবার বা সুতির কাপড়ে আলতো চাপ দিয়ে পানি শুষে নিন। চুল খুব এলোমেলো হলে হাতে সামান্য জল দিয়ে বুলিয়ে নিয়ন্ত্রণ করুন।
