রাজকোটে টস হারল ভারত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০১:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের টসের ভাগ্য সহায়ক হলো না। নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল টস জিতে প্রথমে ব্যাটিং না করে বোলিং করার সিদ্ধান্ত নেন, ফলে ভারত প্রথমে ব্যাট করতে নামে। ভারতীয় দলে এক পরিবর্তন দেখা গেছে, ওয়াশিংটন সুন্দর চোটের কারণে বাইরে থাকায় নীতিশ কুমার রেড্ডি একাদশে সুযোগ পেয়েছেন। বর্তমান সিরিজে ভারত ইতোমধ্যেই গত ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে এবং আজকের ম্যাচে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে খেলবে। রাজকোটের পিচ ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক বলে ধারণা করা হচ্ছে, ফলে চার ওভারের পরে ভারত দ্রুত রান তোলার চেষ্টা করবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হারার পরও ভারতীয় দলে আত্মবিশ্বাস দৃঢ় বলে মুড দেখা যাচ্ছে।
