সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হেমা মালিনি সমালোচিত আচরণে বিতর্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৯:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

বলি-অভিনেত্রী ও BJP সাংসদ হেমা মালিনি সম্প্রতি একটি পুরস্কার বিতরণ ইভেন্টে তাঁর আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছেন। মালিনি একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের হাতে মেডেল তুলে দিচ্ছেন — কিন্তু ভিডিওতে দেখা গেছে তিনি হাসি ছাড়াই, কোনো স্বাগত কথাও না বলেই পুরস্কার দেন। এই নিরুত্তাপ ভঙ্গিতে উপস্থিত দর্শক এবং অনলাইনে বহু ব্যবহারকারী বিরক্তি প্রকাশ করেছেন; কেউ কেউ বলেছেন, “এমন মুখে পুরস্কার দেওয়া উচিত নয়” এবং “শিশুরা কর্তৃক অর্জিত খুশির মুহূর্তে উষ্ণ অভিবাদন দরকার ছিল”। কিছু সমালোচক তুলনা করেছেন হেমার এই আচরণকে জয়া বচ্চনের কঠিন সুলভ ভঙ্গির সাথে এবং প্রশ্নও তুলেছেন কেন এমন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। সমর্থকরা অবশ্য বলেন, মালিনি এখনও তাঁর স্বামী ধর্মেন্দ্রের মৃত্যুজনিত শোক কাটিয়ে উঠতে পারেননি, সেই কারণেই তিনি নীরস অভিব্যক্তি প্রদর্শন করছেন বলে মন্তব্য করেছেন। 

আপ যদি চাই, আমি সংবাদটিকে ইংরেজিতেও তৈরি করে দিতে পারি, বা আরও ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা দিতে পারি।