সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ে সিরিজ শুরু টাইগারদের

এস এম সাব্বির খান , ক্রীড়া ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রোববার

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ।  মিরপুরে প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নেয় টাইগাররা। দলের দুই তারকা খেলোয়াড় তামিম ও সাকিবকে ছাড়াই এদিন মাঠে নামে টিম টাইগার। তবে ওপেনার ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরি আর তরুণ তুর্কিদের বোলিং দাপটে জয় নিশ্চিত করে মাশরাফির দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং মোহাম্মদ সাইফউদ্দিনের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৭১ রানের লড়াকু স্কোর গড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কেপাস ঝুওয়াও ও হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে  দুর্দান্ত সূচনা করে জিম্বাবুয়ে। তারা তুলে ফেলেন মুল্যবান রান ৪৮টি। কিন্তু কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিয়ে সেই ছন্দে আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন মুস্তাফিজ। 

এরপর জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তরুণ তুর্কি নাজমুল ইসলাম অপু। নিজের দ্বিতীয় ওভারে ব্রেন্ডন টেইলরকে তুলে নিয়ে জিম্বাবুয়ের ভীত নাড়িয়ে দেন অপু। ৩৪ বলে ২১ রান করা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে রান আউট করে ফেরান ইমরুল-মুশফিক। আবারও দৃশ্যপটে হাজির হন অপু। এবার সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান তিনি।  উইকেট শিকার করেই বিখ্যাত নাগিন ড্যান্সে মেতে ওঠেন অপু। এদিকে ক্রিজ আকড়ে থেকে ক্রমেই আত্ববিশ্বাসী হয়ে উঠা ক্রেইগ অরভিনকে থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনাররের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪৮ বলে এক চারে ২৪ রান করেন অরভিন। দলীয় ১৪৫ রানে মোরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। ৩ রানের ব্যবধানে নতুন ব্যাটসম্যান ত্রিপানোকে রান আউট করেন এই ম্যাচে অভিষেক হওয়া ফজলে মাহমুদ রাব্বি। মিরাজের তৃতীয় শিকার হয়ে ফেরেন ব্রেন্ডন মাভুতা। 

শেষ দিকে বাংলাদেশের জয় বিলম্বিত করেছে জার্ভিস এবং উইলিয়ামস। হাফ সেঞ্চুরি পুর্ণ করেন উইলিয়ামস। কিন্তু তাতে টাইগারদের জয় আটকায়নি। ৯ উইকেটে ২৪৩ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ হয় জিম্বাবুয়ের। ফলে ২৮ রানে সিরিজের প্রথম ওয়ানডে জিতে নেয় বাংলাদেশ।

মিরাজ, অপু,রাব্বি, সাইফুদ্দিনদের মত তরুনদের নিয়ে গড়া দলটি হতাশ করেনি টাইগার সমর্থকদের। আসন্ন বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে তরুণদের সুযোগ করে দেয়া দলটি প্রতি আস্থা রাখা কোচ, ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টর প্রায় সবার মুখেই শোনা গেছে সম্ভাবনার কথা। 

আগামী বুধবার (২৪ অক্টোবর) বেলা ২:৩০ মিনিটে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফির বাংলাদেশ এবং মাসাকাদজার সফরকারী জিম্বাবুয়ে দল।