শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

উত্তর দিনাজপুর 

উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহানাম সংকীর্তন উৎসব উত্তরদিনাজপুর জেলার  কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে রবিবার   দীর্ঘ 13 দিন পরে সমাপ্তি ঘটে।এর পর শুরু হয় মহাপ্রসাদ পাবার জন্য হাজার হাজার মানুষের প্রতীক্ষা। দুপুর থেকে প্রসাদ পাবার জন্য লাইন দিয়ে বসে যায় দূরদূরান্ত থেকে আসা ভক্তবৃন্দ।অবশেষে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল প্রসাদ বিতরণ উদ্বোধন করলে ভক্তবৃন্দরা প্রসাদ পেতে শুরু করে।কালিয়াগঞ্জের মহেন্দ্রাগঞ্জ ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা প্রসাদ বিতরনে হাত লাগায়।

নাটমন্দির কমিটির সম্পাদক মিহির রঞ্জন চৌধরী বলেন 13দিন ধরে কালিয়াগঞ্জের মানুষ যেভাবে দুহাত বাড়িয়ে সাহায্য করেছে তার জন্য কালিয়াগঞ্জ বাসীকে অভিনন্দন জানান।জানা যায় শুধু কালিয়াগঞ্জ নয় মহা প্রসাদ পাবার জন্য দূরদূরান্ত এলাকা থেকে ভক্ত বৃন্দরা প্রসাদ নেবার জন্য অপেক্ষা করছে।রাত্রি নয়টা পর্যন্ত প্রসাদ দেবার ব্যাবস্থা থাকবে বলে নাটমন্দির কমিটি সূত্রে জানা যায়।