শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা

মৃণাল বিশ্বাস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৪ এএম, ৩ মার্চ ২০১৯ রোববার

শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা 

সাংবাদ মাধ্যম দেশের শিশু সুরক্ষা আইন ভালো ভাবে না জেনেই সাংবাদ পরিবেশন করছেন. ফলে অসুবিধা ভোগ করতে হচ্ছে শিশু ও পরিবার কে. 
গতকাল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এক আলোচনা সভার আয়োজন করেন. সাংবাদিক, ছাত্র ছাত্রী, ও সমাজ কর্মী রা উপস্থিত ছিলেন. 
মন্ত্রী শশী পাঁজা উদ্বোধন করে বলেন সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে. কোনো ভাবেই শিশু র পরিচয় প্রকাশ করা যাবে না. আইনে এ  কথাই বলা আছে. 
POSCO আইন নিয়ে একটা হ্যান্ড বুক প্রকাশ হয়. 
আলোচনায় কমিশনএর চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, ডাক্তার কুনাল  সরকার. বিধায়ক মৌসুমী মৈত্র, আইনজীবী দেবাশীষ ব্যানার্জী, সাংবাদিক মণিদীপা ব্যানার্জী এবং অন্যান্যরা