Ritu
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১১ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:১১ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বৈষ্ণবনগর, ৯ ডিসেম্বর:
মঙ্গলবার জোত আরাপুর পি.এন. হাই স্কুলে সংস্কৃত ভাষার শিক্ষিকা মিলি ভট্টাচার্যের অবসর গ্রহণ উপলক্ষ্যে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলি দেবীর দীর্ঘ ২৫ বছরের নিষ্ঠাবান কর্মজীবনকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ কর্মকার বলেন, “মিলি ম্যাডাম আমাদের বিদ্যালয়ের গর্ব। তিনি শুধু একজন ভালো শিক্ষিকা নন, একজন আদর্শ মানুষ। তাঁর উপস্থিতি বিদ্যালয়ে শান্তি ও শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করত। আজ তাঁকে বিদায় দিতে গিয়ে আমাদের হৃদয় ভারাক্রান্ত।”
সহকারী প্রধান শিক্ষক কিরীটি রায় জানান, “মিলি ম্যাডাম ছিলেন ছাত্রছাত্রীদের কাছে এক নির্ভরযোগ্য অভিভাবকের মতো। পড়াশোনা হোক কিংবা ব্যক্তিগত সমস্যা—সবক্ষেত্রেই তিনি শিশুদের পাশে দাঁড়াতেন। তাঁর অবদান ভোলার নয়।”
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায়, “ম্যাডাম আমাদের সবসময় উৎসাহ দিতেন। কঠিন বিষয়ও সহজ করে বুঝিয়ে দিতেন। আমরা তাঁকে খুব মিস করব।”
একজন অভিভাবক বলেন, “আমাদের বাচ্চাদের প্রতি ওনার যত্ন ছিল প্রশংসনীয়। শুধু শিক্ষা নয়, ভালো মানুষ হওয়ার পাঠও তিনি দিতেন।”
নিজের অবসর সম্পর্কে মিলি ভট্টাচার্য আবেগভরে বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। ছাত্রছাত্রীদের হাসি, প্রশ্ন, উচ্ছ্বাস—সবকিছুই আমাকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। আজ বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু হৃদয়ে এই বিদ্যালয় চিরদিন জায়গা করে থাকবে।”
