ইসলামী পন্ডিত তৈয়বুর সাহেবের জানাজা সম্পন্ন হল
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০১ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
হাইলাকান্দির মাটিতে বৃহস্পতিবার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সম্পন্ন হল বিশিষ্ট ইসলামী পণ্ডিত আল্লামা তৈয়বুর রহমান বরভুইঞার জানাজা। হাজার হাজার ভক্তকে শোক ছায়া ভাসিয়ে বুধবার দুপুর ১২ টা ৫ মিনিটে হাইলাকান্দির রাঙ্গাউটিতে নিজের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। প্ৰায় মাসখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশিষ্ট চিকিৎসক ডা: এম এল রহমানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলেছিল। তাঁর দ্ৰুত আরোগ্য কামনায় উপত্যকার বিভিন্ন প্রান্তের মসজিদ মাদ্রাসায় খতমে খাজেগান ও পবিত্র কোরআন শরীফ খতম করে বিশেষ মোনাজাত মেহফিলও অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এই ইসলামী পণ্ডিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর নিজের জেলা হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গোটা উত্তরপূর্বাঞ্চলে যে স্থান শূন্য হয়েছে তা সহজে পূরণ হওয়া সম্ভাব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল , জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, অসমের দুই প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ ও গৌতম রায় ,শিচররের সাংসদ সুস্মিতা দেব , করিমগঞ্জের সাংসদ রাধাশ্যাম বিশ্বাস ,প্রাক্তন বিধায়ক রুমি নাথ , উওর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামায়েত মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাহেব , প্রাক্তন বিধায়ক আতাউর রাহমান সাহেব , বিধায়ক আমিনুল হক লস্কর , এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল, বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন নেতারা শোক প্ৰকাশ করেছেন। দৈনিক পুর্বের কলম পত্রিকার সম্পাদক তথা পশ্চিমবঙ্গ কলকাতার সাংসদ আহমদ হাসান ইমরান, অসম রাজ্যিক জমিয়ত উলেমা হিন্দের কার্যকরী সভাপতি হজরত শ্বেখ মওলানা ইয়াহ ইয়া সাহেব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুষ্পপ্রভাত প্ত্রিকার সম্পাদক এম আনওয়ার উল হক , হাইলাকান্দি কেন্দ্ৰের বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সহ বিভিন্ন দলীয় কর্মী নেতারা শোক প্ৰকাশ করেছেন। তাঁর মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।