ভালোবাসার কোন ধর্ম হয় না
মঞ্জিমা বিশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
অধুনা তুর্কি প্রদেশর সুফিসন্ত রুমির সুফি ভাবাদর্শের তথ্যচিত্রটি
সম্প্রতি মহানগর কলকাতা সাক্ষী থাকল অনবদ্য এক সন্ধ্যার । বাংলাদেশের মানবতা কর্মী শাহরিয়র কবির নির্দেশিত তথ্যচিত্র ' Mithat's Dream ' প্রদর্শিত হল সেদিন। আলোচনায় উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ , শমীক বন্দ্যোপাধ্যায়, তৌফিক হাসান জাহিরূল হাসান প্রমুখ ।
আনাতোলিয়া , অধুনা তুর্কি প্রদেশর সুফিসন্ত মৌলানা জালালউদ্দিন রুমির সুফি ভাবাদর্শের সাথে পরিচিত হতে সাহায্য করে এই তথ্যচিত্রটি । পরবর্তী কালে রুমির শিষ্য মিথাট স্বপ্ন দেখে সমগ্র বিশ্বে রুমির আদর্শ প্রসার ঘটানোর । ছবিটি তে রুমির বাণী , সুফিতত্ত্বর শান্তির বাণী যেমন স্থান পেয়েছে , পাশাপশি উগ্রপন্থার বিকাশের দিকটিও তুলে ধরা হয়েছে । দুটি প্রাসঙ্গিক বিষয়ের অবস্থান পূর্ণতা দিয়েছে ছবিটিকে ।
মিথাট এর স্বপ্ন সেই দিন পূর্ণ হবে যেদিন প্রতিটি মানুষ বুঝতে পারবে ---
'' প্রতিটি ধর্ম ভালোবাসার কথা বলে , কিন্তু ভালোবাসার কোন ধর্ম হয় না ।