হীরা, সোনা ও রূপার বৈচিত্র্যময় সংগ্রহ।
Arijit Maity
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ০৩:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

চাঁদিপুর, পূর্ব মেদিনীপুর, ২৫শে সেপ্টেম্বর ২০২৫: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত হীরা-সোনা গহনার ব্র্যান্ড কিসনা এবার পৌঁছে গেল পূর্ব মেদিনীপুরের গ্রাহকদের দুয়ারে। খুচরা যাত্রার নতুন অধ্যায় রচনা করতে কিসনা আজ আনুষ্ঠানিকভাবে চাঁদিপুরে মল্লিক জুয়েলারি-তে তাদের উপস্থিতি ঘোষণা করল।
আধুনিক ডিজাইনের ছোঁয়া ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সাজানো এই শোরুমে থাকছে হীরা, সোনা এবং রূপার নানাবিধ গহনার চিত্তাকর্ষক সংগ্রহ—যা প্রতিটি গ্রাহকের রুচি ও প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক, কিসনার রাজ্য প্রধান মিঃ হিমাদ্রি মুখার্জি, বিক্রয় ব্যবস্থাপক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কিসনার ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া বলেন—
“চাঁদিপুরে আমাদের নতুন শোরুমের সূচনা শুধুমাত্র ব্যবসার সম্প্রসারণ নয়, বরং আমাদের দীর্ঘদিনের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের গ্রাহকদের হাতে বিশ্বস্ত, আকর্ষণীয় ও সহজলভ্য মূল্যের গয়না পৌঁছে দিতে। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—ভারতের প্রতিটি কোণে কিসনার উপস্থিতি নিশ্চিত করা।”
কিসনার ডিরেক্টর মিঃ পরাগ শাহ যোগ করেন—
“আমাদের উদ্দেশ্য কেবল গয়না বিক্রি নয়, বরং প্রতিটি গ্রাহকের মনে বিশ্বাসের আলো ও সম্পর্কের সৌন্দর্য পৌঁছে দেওয়া। চাঁদিপুরের মতো সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহরে কিসনার উপস্থিতি আমাদের সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”
খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন—
“এটি আমাদের জন্য গর্বের বিষয়। চাঁদিপুরের গ্রাহকরা এখন পাবেন বিশ্বমানের গয়না সংগ্রহ, যেখানে মিলবে সৌন্দর্য, গুণমান ও অসাধারণ পরিষেবা। আমি বিশ্বাস করি এই শোরুম শহরের জুয়েলারি খুচরা বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।”
এবার থেকে চাঁদিপুর এবং সমগ্র পূর্ব মেদিনীপুরের গ্রাহকরা নিজেদের শহরেই উপভোগ করতে পারবেন কিসনা’র বিশ্বমানের ঝলমলে গয়নার সংগ্রহ—যা প্রতিটি বিশেষ মুহূর্তকে করে তুলবে আরও দীপ্তিময় ও স্মরণীয়।