সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাক কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করল বায়ুসেনা

পুষ্পপ্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

পুলওয়ামা জঙ্গি হানার পাল্টা জবাব ভারতের, পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামায় জঙ্গি হানার ১২ দিন পর জবাব দিল ভারত। সোমবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। ভোররাত ৩ টে ৪৫ থেএকে ৩টে ৫৩ মনিট পাল্টা হামলা চালায় ভারতীয় বায়ুসেনাবাহিনী। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার জঙ্গি ঘাঁটি। প্রতিটি এলাকায় জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান। এই অভিযানে জইশ ই মহম্দের প্ৰধান আজহার মাসুদের শালা নিহত হয়েছে। প্ৰতিরক্ষা মন্ত্ৰক সূত্ৰে খবর ভারতীয় বায়ুসেনা বাহিনীর এই অভিযানে নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০। বায়ুসেনা বাহিনীর এই হামলার পর জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অভিযানের পূর্ণাঙ্গ রিপোর্ট  জমা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর পর নিজের বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-র বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ একাধিক শীর্ষ কর্তা। এই অভিযানে বায়ুসেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল-সহ দেশের শীর্ষ নেতা।