রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

মালদায় কলতানের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ০৯:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

মালদায় কলতান-এর জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

 

মালদা, রবিবার:

মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকার বেসরকারি সাংস্কৃতিক সংস্থা কলতান-এর উদ্যোগে রবিবার মালদা বিপিনবিহারী ঘোষ টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

 

সন্ধ্যার আসরে সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীরা সুরের ডালি সাজিয়ে পরিবেশন করেন নানান আঙ্গিকের সংগীত। বিশেষ আকর্ষণ ছিল সুর সঙ্গম লোকসংগীত দলের লোকগান ও ভূমি ডান্স একাডেমি-র নৃত্যানুষ্ঠান। সব মিলিয়ে মালদা টাউন হল প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে দর্শক-শ্রোতায়।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর গৌতম দাস, অধ্যাপিকা অনুরাধা কুন্ডা, কিরীটি রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নূপুর মজুমদার ও সম্পাদক অপর্ণা মিশ্র।

 

এই দিনে গান পরিবেশন করেন তাইরা ভদ্র, নূপুর মজুমদার, অপর্ণা মিশ্র, নন্দিতা নিয়োগী, অমৃতা অধিকারী, স্বেতা সাহা রায় ও রূপাঞ্জন মজুমদার।

 

সভাপতি নূপুর মজুমদার ও সম্পাদক অপর্ণা মিশ্র বলেন, “মালদার মানুষের শুভেচ্ছা নিয়েই কলতান এগিয়ে যেতে চায়।” উল্লেখ্য, সংগীত চর্চার পাশাপাশি সংস্থাটি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।