বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
মৃণাল বিশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
শনিবার বহরমপুর শহরের ঈশ্বর চন্দ্র ইন্সটিটিউটে অনুষ্ঠিত হল পন্ডিত অরুণ ভাদুড়ির স্মরণসভা। মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শহরের বিশিষ্ট তবলা শিল্পী নিত্য গোপাল সাহা । এরপর পুষ্পার্ঘ নিবেদন করলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুষ্পার্ঘের সাথে সাথে সমগ্র সভাকক্ষে ছড়িয়ে পড়ল শিশু শিল্পী রুপকথা দে এর সঙ্গীত মাধুর্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশেষ বিশেষ সাংস্কৃতিক সংস্থা ও শহরের বিশিষ্ট ব্যক্তি সকল।
ছন্দশ্রী আয়োজিত এই অনুষ্টান টি কে আলোকিত করেছিল ঝড়, মঙ্গলশোভা যাত্রা, মুর্শিদাবাদ মুর্শিদাবাদী, বাসভূমি,প্রাইস এবং আরও অনেক সংস্থার উজ্জ্বল উপস্থিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট তবলা বাদক নিত্য গোপাল সাহা, রমা প্রসাদ ভাস্কর, কবি আব্দুর রফিক খান, ছড়াকার ও কবি অলোক বিশ্বাস, ধনঞ্জয় দে, কুনাল কান্তি দে, প্রতিমা দে, তপতি দাস, তবলা শিল্পী বিকাশ মন্ডল, নিহার চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুগত সেন সন্তোষ মুখোপাধ্যায়, গৌতম সাহা এবং কুমার রতন ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্ব।
অনুষ্ঠান টিতে বিশিষ্ট মানুষজন স্মৃতি চারণ করলেন সাথে সাথে প্রাইসের শিল্পীরা পরিবেশন করলেন সঙ্গীত, তপতী দাস পাঠ করলেন শোক প্রস্থাব, সঙ্গীত শিল্পী শিউলি ভট্টাচার্য পাঠ করলেন পন্ডিত অরুণ ভাদুড়ির পুত্র শমীক ভাদুড়ির পাঠানো স্মৃতিকথা।
বিশিষ্ট শিক্ষাবিদ হরিশঙ্কর বাবুর বক্তব্যে ভেসে উঠল ভগবান গোলার এক গ্রাম ললিতপুরী থেকে আসা যুবক অরুণ কিভাবে কলেজের সোশাল এ গান করবার সুযোগ পেয়েছিলেন সেই কথা।
বাসভূমির অরুপ বাবুর বক্তব্যে পন্ডিত অরুণ ভাদুড়ির পদ্মশ্রী পাওয়ার কথা আলোচনা করেন।
ঝড় এর গৌতম বাবু জানান পন্ডিত অরুণ ভাদুড়ি বলতেন ” নিচের তলার সেই মানুষদের কথা নিয়ে গান লেখ যাদের কথা অন্যেরা বলে না”।
রমা প্রসাদ ভাস্করের বক্তব্যে তিনি জানান অরুণ ভাদুড়ি শুধু মাত্র একজন সঙ্গীত সাধক ছিলেন তাই নয় তিনি ছিলেন একাধারে ঔপোন্যাসিক, সাহিত্যিক ও কবি।দীর্ঘদিন পর ছন্দশ্রী পুনরায় আত্মপ্রকাশ করলো বহরমপুরের কৃতি সন্তান পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা আয়োজনের মাধ্যমে।
মূল আয়োজক বিশিষ্ট তবলা বাদক পার্থ দে ও সৌগত সাহা কথায় কথায় জানালেন যে ছন্দশ্রীর মাধ্যমে তাঁরা মূর্শীদাবাদে শাস্ত্রীয় সংগীতের এক নতুন বহমানতা আনতে চলেছেন।
সকলের স্মৃতিচারণ এর মধ্যে দিয়ে বেশ কয়েক ঘন্টা গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইন্সটিটিউট এ জীবন্ত হয়ে রইলেন সকলের শ্রদ্ধার ও পছন্দের মহান মানুষ পন্ডিত অরুণ ভাদুড়ি।