"বাংলা বলা অপরাধ নয়"—পাকুয়াহাটে বামনগোলা কংগ্রেস ও যুব কংগ্রেসের মিছিল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১২ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

"বাংলা বলা অপরাধ নয়"—পাকুয়াহাটে বামনগোলা কংগ্রেস ও যুব কংগ্রেসের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা
পাকুয়াহাট, মালদা:
“বাংলা বলা অপরাধ নয়”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বামনগোলা ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় পাকুয়াহাট এলাকায়।
এদিন বিকেলে কংগ্রেস কর্মীরা ঝাণ্ডা হাতে পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পৌঁছান রবীন্দ্র মোর এলাকায়, যেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের শুধু বাংলা বলার অপরাধে হেনস্থা ও নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ। নেতারা বলেন, “বাংলা ভাষার অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
বক্তব্য রাখেন:
জয়ন্ত সরকার, সভাপতি, বামনগোলা ব্লক কংগ্রেস
বিশ্বনাথ রায়, সভাপতি, হবিপুর বিধানসভার যুব কংগ্রেস
এবং অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ
তারা বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, "এই বাংলায় বাংলাকে অবজ্ঞা করলে, আমরা রাস্তায় নামব। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়।"