বামনগোলায় প্রতিবন্ধী সম্মেলনীর ৮ দফা দাবিতে ডেপুটেশন, গর্জে উঠল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৯ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১০:১৯ পিএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার

বামনগোলায় প্রতিবন্ধী সম্মেলনীর ৮ দফা দাবিতে ডেপুটেশন, গর্জে উঠল “দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান”
দেবাশীষ পাল, পুষ্প প্রভাত ডট কম | মালদা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার, ২৯ জুলাই দুপুরে ৮ দফা দাবিনামা নিয়ে বামনগোলা বিডিও অফিসে জমা দেওয়া হল লিখিত ডেপুটেশন।
এই উপলক্ষে পাকুয়াহাট অঞ্চল অফিস চত্বর থেকে শুরু হয় একটি জোরালো প্রতিবাদ র্যালি। “দয়া নয়, করুণা নয়— আমরা পৃথিবীর সন্তান” এই মানবিক ও প্রতিবাদী স্লোগানকে সামনে রেখে র্যালিটি পাকুয়াহাট শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হয়।
সেখানে কিছুক্ষণের জন্য অবস্থান কর্মসূচি পালন করেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা। বক্তব্যে তাঁরা জানান, “আমরা অনুগ্রহ চাই না, চাই অধিকার। আমরা সমাজের বোঝা নই, আমরা সমাজের সম্পদ, সুযোগ ও মর্যাদা পেলে আমরা আমাদের সাধ্যমতো অবদান রাখতে পারি।”
এরপর প্রতিনিধি দল বামনগোলা বিডিও সুব্রত ঘোষের কাছে লিখিত আকারে ৮ দফা দাবিপত্র তুলে দেন। তাঁদের মূল দাবিগুলি ছিল—
সমস্ত প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা করতে হবে
প্রতিবন্ধীদের জন্য আলাদা অন্তর্দায় কার্ড চালু করতে হবে
প্রতিবন্ধীদের জিয়ার ও বাসস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে
ব্লকস্তরে বিশেষ বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে হবে
রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিকরণে অগ্রাধিকার দিতে হবে
সরকারি চাকরির সংরক্ষিত পদ দ্রুত পূরণ করতে হবে
পাবলিক প্লেসে চলাচলের জন্য সুবিধাজনক অবকাঠামো গড়ে তুলতে হবে
প্রতিবন্ধী মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা প্রকল্প চালু করতে হবে
সম্মেলনীর তরফে জানানো হয়েছে, দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে।