আলগাপুরে পানীয় জলের জন্য হাহাকার
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
বিশুদ্ধ খাওয়ার পানির হাহাকার আলগাপুর বিধানসভা এলাকার বক্রিহাওর এলাকায়। বৃহত্তর বক্রিহাওর এলাকার কয়েক হাজার পরিবার বর্তমান সরকারের আমলে পাচ্ছেন না বিশুদ্ধ খাওয়ার জল। কংগ্রেস আমলে নির্মিত অধিকাংশ গ্রামীণ জল প্রকল্প বর্তমানে বন্ধ । লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত জল প্রকল্পগুলি বর্তমানে কোন কাজে না আসাতে জনসাধারণের মনে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে সরকারি ভাবে বিভিন্ন টিউব ওয়েল, রিং কুয়া এইগুলি বিভিন্ন সময় বরাদ্দ হলেও তাহা এই এলাকার মানুষের ভাগ্যে জুটেনা। উন্নয়নের নামে হাইলাকান্দি জেলায় কুটি কুটি টাকা আসলেও প্রত্যন্ত এই বক্রিহাওর এলাকার উন্নয়নের জন্য আজ পর্যন্ত কোন নেতা মন্ত্রীকে তেমন সহানুভূতিশীল হতে দেখা যায়নি। বক্রিহাওর এলাকার মানুষের জলের সমস্যা দির্ঘ দিনের। হাইলাকান্দি জেলার মধ্যে সবচেয়ে নিচু এলাকা এই বক্রিহাওর অঞ্চল। রাস্তাঘাট, বিশুদ্ধ জল, শিক্ষা, ইত্যাদি নানা সমস্যা জর্জরিত এই অনুন্নত এলাকার মানুষের কষ্টের সীমা নেই। অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছেন বক্রিহাওর এলাকার মানুষ। সর্বমোট জনতার 99 % শতাংশ মানুষ দিন মজুর। আধুনিকতার সাথে এখনো সংযুক্ত হতে পারেনি বক্রিহাওর এলাকা। বর্ষার মৌসমে বৃষ্টির জল সংরক্ষণ করে কোনমতে জলের অভাব মোচন হলেও শুকানোর মৌসমে বৃষ্টিপাত না হওয়াতে পুকুরে এবং খাল বিল গর্তের বিশুদ্ধ জলই বক্রিহাওর এলাকার মানুষের একমাত্র ভরসা। বর্তমানে অধিকাংশ পুকুরের জল কমে গিয়ে হাঁটু জল। বিভিন্ন গ্রামে দেখা যায় পুকুরে থাকা সামান্য জলে একদিকে চলছে স্নান, কাপড় কাচা, বাড়ির আসবাবপত্র পরিস্কার অন্যদিকে একই পুকুরের জল মানুষ খেয়ে বেচেঁ আছেন। এই নোংরা জল খাওয়ার কারণে শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষের পেটের সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে। আলগাপুর মেগা জল প্রকল্পের কাজ এখনও অনেক বাকি। এই জল প্রকল্প চালু হলে আলগাপুরের মানুষের জলের সমস্যা নিরসন হবে আশায় আছেন আলগাপুরের মানুষ। মেগা জল প্রকল্পটির কাজে গতি আনতে সরকারের নিকট দাবি জানিয়ে আসছেন আলগাপুরের জনতা। অন্যদিকে মেগা জল প্রকল্প চালু না হওয়া পর্যন্ত গ্রামে বন্ধ অবস্থায় থাকা ছোট ছোট জল প্রকল্প গুলি থেকে বিশুদ্ধ জল সরবারহ করে জনসাধারণের বিশুদ্ধ জলের অভাব মোচন করে দেওয়ার জন্য আসাম সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বৃহত্তর বক্রিহাওর এলাকার জনতা।