শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

নেশামুক্ত সমাজ গঠনে ইলামবাজারে মাদ্রাসা সিরাজুল উলুমের অভিযান

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার | আপডেট: ০৪:৩১ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার

নেশামুক্ত সমাজ গঠনে ইলামবাজারে মাদ্রাসা সিরাজুল উলুম-এর অভিযান

 

ইলামবাজার, বীরভূম:

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ তারিখে বিকেল ৪টা থেকে এক বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করল মাদ্রাসা সিরাজুল উলুম (ছোটচক), ইলামবাজার থানার অন্তর্গত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

 

মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা যৌথভাবে এদিন এলাকার বিভিন্ন স্থানে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান—“নেশা নয়, হোক সুস্থ জীবন।”

 

বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে নেশার প্রতি আসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সেই পরিস্থিতিকে সামনে রেখে শিক্ষার্থীদের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি সাহসী উদ্যোগ গ্রহণ করে। তারা সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের কাছেও।

 

এই অভিযানের মাধ্যমে তারা দোকানদারদের অনুরোধ করেন, যেন ভবিষ্যতে তারা নেশাজাত দ্রব্য—যেমন গুটখা, সিগারেট, খৈনি, মাদকদ্রব্য ইত্যাদি বিক্রি থেকে বিরত থাকেন। কারণ একমাত্র একটি সুস্থ, নেশামুক্ত সমাজই আগামী প্রজন্মকে নিরাপদ ভবিষ্যৎ দিতে পারে।

 

মাদ্রাসার তরফে জানানো হয়েছে, "যা আজকের প্রজন্ম দেখবে, আগামী প্রজন্ম সেটাই অনুসরণ করবে। তাই সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ হোক—নেশা থেকে মুক্তি।"

 

এই অভিযানে ছাত্র-শিক্ষকদের উৎসাহ ও সামাজিক দায়বদ্ধতার যে ছবি ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে সমাজের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে।