বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

ICMR AIIMS আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কোনও সম্পর্ক নেই

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার | আপডেট: ০২:৩২ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার

আকস্মিক মৃত্যু ও কোভিড টিকা: বিভ্রান্তি নয়, বলছে কেন্দ্রের গবেষণা রিপোর্ট

 

পুষ্প প্রভাত ওয়েব ডেক্স | ২ জুলাই ২০২৫

 

বিভিন্ন খ্যাতনামীর আকস্মিক মৃত্যু ঘিরে সম্প্রতি ফের প্রশ্ন উঠেছিল— কোভিড টিকা ও অকালমৃত্যুর মধ্যে কি কোনও সম্পর্ক রয়েছে? বিশেষত, গায়ক কেকে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার মৃত্যুর প্রেক্ষাপটে এই জল্পনা আরও বেড়েছিল। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাম্প্রতিক মন্তব্য সেই আশঙ্কাকেই উস্কে দেয়।

 

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ICMR ও AIIMS-এর যৌথ গবেষণা রিপোর্ট জানিয়ে দিল— কোভিড টিকা এবং যুব সম্প্রদায়ের আকস্মিক মৃত্যুর মধ্যে কোনও সম্পর্ক নেই।

 

২০২৩ সালের মে থেকে অগস্ট পর্যন্ত সময়ে ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে এই বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে যাঁরা হঠাৎ করে মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগের মৃত্যু হৃদ্‌যন্ত্রের সমস্যাজনিত কারণে, যেমন— দুর্বল হৃৎপিণ্ড, অনিয়মিত হৃদস্পন্দন, ধমনীতে রক্ত চলাচলের সমস্যা, ইত্যাদি।

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধূমপান, অনিয়ন্ত্রিত মদ্যপান, সারারাত জেগে পার্টি করা বা অতিরিক্ত মানসিক উত্তেজনা ও ব্যায়াম— এগুলিই আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বাড়ায়। যাঁদের পরিবারে হৃদ্‌রোগের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে কোভিড পরবর্তী সময়ে আকস্মিক মৃত্যুর সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়।

 

গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিষেধক শরীরকে রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এর সঙ্গে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সরাসরি কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

 

 

---

 

 ট্যাগসমূহ:

 

#CovidVaccine #ICMR #AIIMS #SuddenDeath #HeartAttack #Karnataka #VaccinationSafety #PUSPAPROVAT

 

 

---

 

� SEO শিরোনাম:

 

"ICMR-AIIMS: আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কোনও সম্পর্ক নেই | Covid Vaccine and Sudden Death Study"