শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শোভাযাত্রার মধ্যমে অনুষ্ঠিত লোকনাথ পুজো

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

উত্তর দিনাজপুর

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লোকনাথ পুজো বার্ষিক  মহা মিলন উৎসব।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের   শ্রীকলোনীতে  অবস্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির। লোকনাথ বাবার বাৎসরিক মহামিলন উৎসবে এবছর ২৯ তম বর্ষ। এদিন লোকনাথ বাবার পুজা উপলক্ষে মঙ্গল বার সকালে বাবার বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্ত্তিক চন্দ্র পাল,বিশিষ্ট  সমাজ সেবী অসীম ঘোষ, এবং কালিয়াগঞ্জ এর বিশিষ্ট ব্যাক্তি রা  এবং  লোকনাথ বাবার ভক্তরা ।এই শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে বাবার পাদুকা তে ভক্তরা জল ঠালে এবং প্রসাদ বিতরন করা হয়। পুজা কমেটির পক্ষ থেকে জানা যায় তাদের পুজা এবং অনুষ্টান আগামী  তিন দিন ধরে