রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০০ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০০ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

পুরুলিয়ার আড়শা এলাকায় এক কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ওই কুকুরটি ২২ জন মানুষ ও কয়েকটি গরুকে কামড়ে দেয়। গুরুতর আহত কৌশল্যা কর্মকারকে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হঠাৎ হামলার ঘটনায় পথঘাট ফাঁকা হয়ে যায়, মানুষজন আতঙ্কে ঘরবন্দি। বিডিও জানান, সতর্কতা জারি করা হয়েছে, তবে কুকুরটি এখনও ধরা পড়েনি। প্রাণিসম্পদ দপ্তর ও পঞ্চায়েতের কাছে কুকুর ধরার পরিকাঠামো না থাকায় সমস্যার মুখে প্রশাসন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কামড়ানোদের অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, কুকুরটি আসলে পাগল কুকুর কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে।